তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর মান্দায় পানিতে ডুবে দুই শিশু মেহেদী হাসান (৫) ও রিয়াদ হোসেনের (৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপূরে উপজেলার কীত্তলী গ্রামের এই ঘটনা ঘটেছে।
নিহত মেহেদী হোসেন ওই গ্রামের মাসুম রানার ছেলে এবং প্রতিবেশী রাব্বি জোয়ারদারের ছেলে রিয়াদ হোসেন।
জানা গেছে, মেহেদী ও রিয়াদ দুপূরে তাদের বাড়ির পাশে আব্দুর রহমানের একটি পুকুরে ঝাঁকা (ডালা) নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পুকুরের পানিতে তারা ডুবে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন