নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি বিএনপি ও জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি বিএনপি ও জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

তৌফিক তাপস,  নওগাঁ : নওগাঁয় একই স্থানে একই সময়ে জেলা যুবলীগ ও বিএনপি ও এ-টিম মাঠে ছাত্রলীগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মহিলা যুবলীগের পক্ষে একই সময়ে সমাবেশের আহবান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
 
গত সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসন।
 
এদিকে আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির নামে মিথ্যে ইস্যু তৈরি করে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় তারা যে বক্তব্য দিচ্ছে তারই প্রতিবাদে আমরা জেলা আওয়ামীলীগের নিদের্শে জেলা ছাত্রলীগের ২৮ ডিসেম্বর শহরের এটিম মাঠে প্রতিবাদ সমাবেশর আয়োজন করেছিলাম। কিন্তু জেলা প্রশাসন কাছ থেকে আমরা অবগত হয়েছি একই স্থান ও সময়ে বিএনপি ও জেলা যুবলীগ, এ-টিম মাঠে ছাত্রলীগ পক্ষে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করায় আমরা জেলা ছাত্রলীগ এ প্রতিবাদ সমাবেশ করা হয় নাই। এবং সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সমাবেশের বিষয়ে সিন্ধান্ত যানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
 
এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন আলী চৌধুরী মাসুম, নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মইনুল হোসেন রানা, উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্বাদ সম্মেলনে বলেন দেশের ৯৯ ভাগ মানুষ চায় বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা হোক কিন্তু এ সরকার তার চিকিৎসা ব্যহত করছে । এ সরকার দেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এর প্রকিষ্ঠ উদাহরন। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু,  পৌর মেয়র নজমুল হক সনি জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু সহ বিএনপির নেত্রিবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget