নওগাঁয় চার দিন ব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

 

নওগাঁয় চার দিন ব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চারদিনব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসন স্থানীয় মুক্তির মোড়ে এই মেলার আয়োজন করেছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া। অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হাসান এবং বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা প্রন্থাগারিক এস এম আসিফ বক্তব্য রাখেন। মেলায় সরকারী গণ গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী, ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি ষ্টল স্থাপিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget