নওগাঁ সদরের লস্করপুরে মাঠ থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নওগাঁ সদরের লস্করপুরে মাঠ থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সদরের লস্করপুর গ্রামের একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে লস্করপুর গ্রামের মধ্য দিয়ে যাওয়া রাস্তার পাশে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। 

ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ওই অজ্ঞাত যুবকের দুই চোখ তুলে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। ঘটনার বিবরণে পুলিশ প্রাথমিক ধারণা করছে পরকিয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে এবং এই হত্যাকান্ডের সঠিক কারন জানা যাবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget