তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় জেলা প্রকৌশলী মিলনমেলা ২০২১ উপলক্ষে খেলাধোলা এবং মনোজ্ঞ সংস্কৃতিক, রাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার জেলার আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি মিলনায়তনে ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নওগাঁ উপকেন্দ্রের আয়োজনে সারাদিন ব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলনমেলায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নওগাঁ উপকেন্দ্ররে সভাপতি ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এসময় অন্যান্যর মধ্যে আইইবি'র নওগাঁ উপকেন্দ্রের সাধারণ সম্পাদক ও নওগাঁ সড়ক ও জনপথ এর নিবার্হী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, নওগাঁ পানি উন্নয়ন বোর্ড এর নিবার্হী প্রকৌশলী, আরিফউজ্জামান খান সহ আরও নওগাঁ জেলা বিভিন্ন দপ্তরের নিবার্হী প্রকৌশলী ও জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন দপ্তরের উপজেলা প্রকৌশলী সহ সকলের পরিবারের সদস্য সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় পতিসরে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি মিলনায়তনে সারাদিন ব্যাপী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আইইবি নওগাঁ উপকেন্দ্রের সভাপতি ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া সকল উপস্থিত প্রকৌশলীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং রাফেল ড্র ও খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এ জেলা প্রকৌশলী মিলনমেলা অনুষ্ঠান শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন