তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২০২১ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।
এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখ সহ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
পরবর্তিতে বিকেল ৩ টায় উপজেলা পরিশোধ মিলনায়তনে সদর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন শপথ ব্যাক্য পাঠ করান। উল্লেখ্য ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন