নওগাঁয় আহত সাংবাদিকের পাশে বিএমএসএফ
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ইউপি নির্বাচনের পরর্বতী সহিংসতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র আত্রাই উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিতু মনি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃজগৎ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন অর রশিদের উপর হামলার ঘটনা ঘটে। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিক মিতু ও মামুন এর শারীরিক অবস্থার খোজ খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের শারীরিক অবস্থার খোজ খবর শেষে আত্রাই থানার ও সি মো. আবুল কালাম আজাদ এর সাথে দেখা করে সাংবাদিক নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানান।
এসময় বিএমএসএফ এর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহনা টিভি, জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, সহ সভাপতি দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক জয়যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা জয়, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ফামান আলী, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির, দৈনিক জনবাণী‘র পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিবিএ নিউজ এজেন্সি ইউনুস আলী ফাইম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, গণমাধ্যম বিষক সম্পাদক দৈনিক দেশবার্তা জেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক (উত্তাল), কার্য্য নির্বাহী সদস্য দৈনিক অবজারভার জেলা প্রতিনিধি মো. ওবায়দুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৮/১২/২১ইং তারিখে আত্রাই উপজেলার স্যামবাড়ী উচ্চ বিদ্যালয়ে পার্শ্বে এ হামলার ঘটনা ঘটে।