তৌফিক তাপস, নওগাঁ : এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে।পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুলিশ নিয়োগে পুরোনো প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এজন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে। আর দক্ষ পুলিশবাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময়ের সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি তৈয়বুর রহমানের দেওয়া ৪৬ শতাংশ জমির উপর নির্মিত পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটি। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আনা এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত এবার নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রপলিটন পুলিশের কমিশনার মো. আবুল কালাম সিদ্দিক, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন