জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তৌফিক তাপস,  নওগাঁ : 'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরন, সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠককে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে নওগাঁয় যুব দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার ১ নভেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় নওগাঁ সদর উপজেলার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

সভায় জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাবেদ ইকবাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার নাইছসহ প্রমুখ। 

পরে প্রধান অতিথি ১৪ জনের মাঝে ৭ লাখ ৪৫ হাজার টাকার যুব ঋণের চেক, ১০ জন মাঝে প্রশিক্ষনের সনদপত্র বিতরণ, ৩ জন সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠককে সম্মাননা প্রদান করেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget