তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় আর্থিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এডাব নওগাঁ জেলা শাখা আয়োজনে ও জননীর সার্বিক সহযোগিতায় নওগাঁ কেডি‘র মোড় জননী ট্রেনিং সেন্টারে সোমবার বিকালে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ করেন নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন।
নওগাঁ দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও এডাবের সভাপতি সীমা আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, এডাব কর্মসুচি পরিচালক মোঃ কাউসার আলম কনক, জননীর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এডাব নওগাঁ মোঃ আকরামুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যর মধ্যে নারী উদ্যেক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সহ নওগাঁ, বগুড়া,চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
আর্থিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন এডাব রিসোর্পুল সদস্য মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সদন প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন