মিলাদ মুদ্দাসসির-সন্দ্বিপ : সন্দ্বীপে ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচলে সৃষ্টি করছে বিশাল যানজট। প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবীতে আন্দোলন করে করে আসছে সিএনজি চালক ও মালিক সমিতিসহ সমাজের বিশিষ্ট নাগরিকেরা।
এরই প্রেক্ষিতে গত ২০/০৬/২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপির ভিত্তিতে যানজট ও দুর্ঘটনা এড়াতে আজ ১৫/১১/২০২১ ইং তারিখে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে তার কার্যালয়ে সিএনজি চালক ও মালিক সমিতির প্রতিনিধি ও ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিএনজি চালক ও মালিক সমিতি ঐক্য আন্দোলনের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সিএনজি চালক সমিতির আহবায়ক জনাব সোহেল রানা, ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর, সমাজকর্মী ইলিয়াছ কামাল বাবু, সাংবাদিক ইলিয়াছ সুমন, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ন আহবায়ক মিলাদ মুদ্দাসসির এবং অন্যন্য সামাজ প্রতিনিধিবৃন্দ।
বৈঠকে দুই পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে, জনবহুল সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া সড়কের পূর্ব দিকে মগধরা বেড়ীবাঁধ হতে পশ্চিম দিকে রহমতপুর বেড়ীবাঁধ পর্যন্ত এই এলাকায় কোন ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচল করবে না।
দেলোয়ার খাঁ সড়কের উত্তর দিকে চৌমুহনী বাজার হতে দক্ষিণ দিকে পণ্ডিতের হাট এলাকা পর্যন্ত কোন ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করবে না।
অটো রিক্সায় কোন অপ্রাপ্ত বয়স্ক চালক হিসেবে নিয়োগ দিবে না।
এছাড়া যানজট কমাতে সরকার নির্দেশিত সড়কের আইন কানুন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণের ব্যাবস্থা নেয়ার জন্য উভয়পক্ষ একমত পোষণ করেন।
সচেতন মহল মনে করে প্রশাসনিক এই উদ্যোগগুলো যানজট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। তাই গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের দাবী সকলের।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.