বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব

বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে সদস্য সচিব করে ৮৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

সংগঠনের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সংগঠনের বৃহৎ স্বার্থে পূর্বের কমিটিসহ সকল উপ-কমিটি বিলুপ্ত করে এ কমিটি ঘোষণা করেন।

 এখন থেকে এ আহবায়ক কমিটি দ্বারা সাংবাদিক ও দেশের কল্যাণে এই সংগঠনের সদস্যরা কাজ করবেন। একই সাথে কেন্দ্রের সকল উপ-কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ  আগামি ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করবেন। আগামি ২২ নভেম্বর নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করতে টুঙ্গীপাড়া যাবেন। 

কমিটিতে যুগ্ম-আহবায়করা হলেন যথাক্রমে সাঈদুর রহমান রিমন (ঢাকা), সাজ্জাদ চিশতী (ঢাকা), মাহবুব আম্বিয়া (ঢাকা), সৈয়দ সোহেল আহমেদ (কিশোরগঞ্জ), ইসমাইল হোসেন টিটু (ঢাকা) সোহাগ আরেফীন(চট্টগ্রাম), আফজাল হোসেন (ভোলা), হারুন অর রশীদ (পটুয়াখালী), মো: আজহার উদ্দিন (নবাবগঞ্জ), কাজী মিরাজ মাহমুদ (বরিশাল)।

 সম্মানিত সদস্যরা হলেন; ড.একেএম রিপন আনসারী(গাজীপুর), শাহ আলম শাহী (দিনাজপুর), আলম পলাশ(চাঁদপুর), মিজানুর রহমান মাসুদ (ঢাকা) , ইকবাল হোসেন (দ্বেবিদ্বার) মোশারফ হোসেন নীলু(নরসিংদী), মাহফুজ কাদেরী (পাবনা), আব্দুল হামিদ খান(গাজীপুর) সোহেল সরদার (পিরোজপুর),  আমিনুল ইসলাম আহাদ(ব্রাক্ষনবাড়িয়া), এমএ আকরাম(ভোলা) শিবলী সাদিক খান(ময়মনসিংহ), আলহাজ্জ্ব মাসুম বিল্লাহ(ঢাকা), আরমান খান জয় (গোপালগঞ্জ) রতন সরকার(রংপুর), বেলায়েত বাচ্চু (লক্ষ্মীপুর), আবুল খায়ের খান (মাদারীপুর) এসএম মাহমুবুর রহমান মুরাদ(গোপালগঞ্জ), মোফাজ্জেল হোসেন (নওগাঁ), আবুল হাসান বেলাল (ঢাকা), রেজা নওফল (ঢাকা), রুবিনা ইয়াসমিন( ঢাকা), তাওহীদ হাসান(ঢাকা), হাসানুর রহমান (ঢাকা), জাহিদ হাসান(ঢাকা), সীমা খন্দকার (কুষ্টিয়া), এনামুল কবির সোহেল(ভান্ডারিয়া), মোনালিসা মৌ (ঢাকা), কবির নেওয়াজ(ঢাকা), সাবরিন জেরিন (মাদারীপুর),  শারমিন সুলতানা মিতু (গাজীপুর), নুসরাত চৌধুরী(ফেনী), আলমগীর হোসেন(কুড়িগ্রাম) , বেলাল তালুকদার (মৌলভীবাজার) ইমন দাস (ঢাকা), কাজী নোমান (ফেনী) মো: রায়হান ( ঝিনাইদহ), মোস্তফা কাদের (বরগুনা), ডা. আব্দুস সালাম(পাবনা), আসাদুজ্জামান সাজু (লালমনিরহাট), নুর আলম (নীলফামারী), খোকন আহম্মেদ হীরা(বরিশাল), মো: মাসুদ রানা (বরিশাল), আহসান হাবিব সোহাগ(রাজাপুর) মো: আদিত্য জাহিদ (চরফ্যাশন), মাসুম তালুকদার (ঢাকা), এসএম জীবন (ঢাকা), হাসনাত তুহিন (ফেনী), আকবর হোসেন সোহাগ (নোয়াখালী), তানভীর আহমেদ (পিরোজপুর),  মো: কামরুজ্জামান (বাগেরহাট), মো: হেলাল উদ্দিন (মেহেরপুর), আব্দুল হাকিম রানা ( চট্টগ্রাম),আবু কাউছার মাখন(রাজশাহী), মিজান উর রশিদ মিজান (ঢাকা),  মো: শহীদুল্লাহ (কক্সবাজার), এম মহসিন (সৈয়দপুর), ফয়সাল আজম অপু(চাপাইনবাবগঞ্জ), আলী হোসেন(আশুলিয়া), আবুল কালাম আজাদ ( পাংশা), কাইছার ইকবাল চৌধুরী(চট্টগ্রাম),  কাজী আয়েশা ফারজানা (চট্টগ্রাম দক্ষিন), আজমীর হোসেন তালুকদার(ঝালকাঠি), গাউছ উর রহমান (মাদারীপুর),  ডা. মাহতাব হোসাইন (ফেনী), হাবিবুর রহমান(সিঙ্গাইর), বিএম খোরশেদ(মানিকগঞ্জ),  সোহানুর রহমান (বরিশাল), মো: রিয়াজ হোসেন (বাকেরগঞ্জ), মিজানুর রহমান (কুয়াকাটা), এসকে রঞ্জন( কলাপাড়া), রিয়াজুল ইসলাম বাচ্চু(ঝালকাঠি),  এমডি রিয়াজ হোসাইন (ইতালী), আরিফুল মাসুম(বিবাড়িয়া), জুয়েল খন্দকার(ঢাকা), এইচএম মহিউদ্দিন(কুমিল্লা), সানজিদা আকতার (ঢাকা), মোহাম্মদ আলী সুমন(ঢাকা), মীর আলাউদ্দিন(ঢাকা), আব্দুল বাতেন বাচ্চু(শ্রীপুর), মো: ইয়াসিন(সাভার), রফিকুল ইসলাম( ঢাকা),ইজ্জ্বল ভুইয় (ঢাকা),  আনিস লিমন(ঢাকা), কবির হোসেন(রাজবাড়ী)। সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় নেতৃবৃন্দ কাজ করবেন। এছাড়াও উক্ত কমিটি কাউন্সিল সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন, চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবেন। 

 সদস্যদের মাঝে সংগঠন ও সাংবাদিকদের পেশাগত মর্যাদাহানীকর কোন আচরণ পরিলক্ষিত হলে তার সদস্যপদ স্থগিত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget