নওগাঁ প্রতিনিধি : “বাংলার প্রতিচ্ছবি” বুকে ধারণ করে মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় মোহনা টিভির দর্শক ফোরাম ও জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালের আয়োজনে শহরের টাইম স্বয়ারে সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে শহরের টাইম স্বয়ার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা,সাংগনিক সম্পাদক লাবনী সাহা, জেলা কৃষকলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মোহনা টেলিভিশনের ১২তম জন্মদিনের কেক কেটে সবাইকে বিতরণ করেন। পরে সন্ধ্যায় মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পূর্তি উপলক্ষে স্থানীয় শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন