মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্টের সামনে থেকে স্বর্ণের বার সহ তাদেরকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হলেন পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮) ও একই গ্রামের আলী কদর মন্ডলের ছেলে মো. শাহজাজান মন্ডল (৩২)। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে থেকে ১২পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামীদ্বয়, স্বর্ণের বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.