রাজশাহীর বাগমারায় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম , বাগমারা (রাজশাহী) :  বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সদস্য ও প্রাণিসম্পদ সম্পদ বিষয়ক সহ সম্পাদক কৃষিবিদ সামসুদ্দীন আল-আজাদ, বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি রবিউল আলম বাবু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মহসিন আলী, আবুল হোসেন, বিমল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষক লীগ নেতা আবুল কাশেম, বাগমারা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু, আউচপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নভেম্বর মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget