মোঃ সাইফুল ইসলাম বাগমারা রাজশাহী : রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামের রাস্তায় বিদ্যুতের শর্টসার্কিটে থেকে আগুন লেগে একটি পাটের গাড়ি পুড়ে ভূষ্মিভুত হয়েছে। সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের রাস্তা দিয়ে একটি পাটের গাড়ি যাচ্ছি ছিলে ঠিক তখনি রাস্তার উপর দিয়ে একটি তার ঝুলে ছিল। পাটের গাড়ির ডাইভার বিষয়টি বুঝতে না পারলে বিদ্যুতের তারের সাথে পাটের গাড়ি বেঁধে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। গাড়িতে আগুন লেগেছে এই সংবাদে সমস্ত গ্রামের মানুষ ছুটে এসে গাড়িটি গোড়সার উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনে।
এই বিষয়ে পাট গাড়ি মালিকের সাথে কথা হলে তিনি জানান, আমার এই গাড়িতে ১৫০ মণ পাট ছিল যার মূল্য আনুমানিক ( ৫০০০০০) পাঁচ লক্ষ্য টাকা। তাই সমস্ত পাট পুড়ে আমার ব্যাপক ক্ষতি সাধিত হলো। এই বিষয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাগমারায় বিভিন্ন গ্রামের রাস্তাঘাটে অপরিকল্পিত বিদ্যুতের সংযোগ থাকার কারণে এ রকম দুর্ঘটনা অহরহ ঘটছে। তাই গুলো পরিহার করে গ্রামের ভিতর পরিকল্পিত বিদ্যুতায়ন করা দরকার।
এই বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান অচিরেই অপরিকল্পিত বিদ্যুতের সংযোগ বিছিন্ন করতে হবে। তারা আরও বলেন, গ্রামের ভিতর যতগুলো বিদ্যুতের চুরা সংযোগ রয়েছে সেগুলো অচিরেই সরিয়ে নিতে হবে। পাশাপাশি এলাকাবাসির দাবি সরকারের প্রশাসনের কাছে ভবিষ্যৎ এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। এই বিষয়ে পল্লী বিদ্যুতের উপর মহলের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন