তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ মানিক (৩৮) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট গ্রামের গাজিলুর রহমান এর ছেলে বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল, (উপ-পরিদর্শক) এসআই সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী মানিক-এর কাছে থাকা বাজার করা ব্যাগের ভিতর অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পরে পরেরদিন রবিবার (১০ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান।
একটি মন্তব্য পোস্ট করুন