তৌফিক তাপস, নওগাঁ : ‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যে নওগাঁয় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, নওগাঁ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সুজনের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান সাবিনা এক্কা প্রমূখ।
এসময় সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করে সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন