তৌফিক তাপস, নওগাঁ : মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নওগাঁর মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের সপ্তমী পূঁজা। সকালে পুজা মন্ডপগুলোর দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ দিয়ে শুরু হয় সপ্তমী পূঁজার নানান আয়োজন।
তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে করোনা অতিমারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজনা। সপ্তমী পূজায় পূজারি ও মন্দিরের পরিচালনা কমিটির স্বল্প পরিসরে লোকজনদের দেখা গেছে। নওগাঁয় এ বছর ৮১৯ টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে এবারে দেবী দূর্গা আগমন ঘোটবে। যাবে দোলায় চড়ে। এরই মধ্যে বয়ে আনবে মানুষের জন্য মঙ্গলবার্তা। এমনটাই আশা হিন্দু সম্প্রদায়ের সকলের।
একটি মন্তব্য পোস্ট করুন