নওগাঁয় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে শহরের আরজি নওগাঁ শেরপুর মহল্লায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডল এর মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয় সূত্রে যায়, নওগাঁ শহরের আরজি নওগাঁ শেরপুর মহল্লায় একটি বাড়ির কাছের পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুইজন বাড়ি চলে যায়। আর বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাঁদায় আটকে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করে। এসময় কাদার সাথে আটকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নওগাঁ সদর থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম চার শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget