তৌফিক তাপস, নওগাঁ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নওগাঁ শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবদুল বারী, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মুক্তার হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ ও নার্সরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন