তৌফিক তাপস, নওগাঁ : রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চা বিকল্প নাই’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধায় সুজন নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহউদ্দিন মিন্টু, কাউন্সিলর তানজিন সম্রাট, জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ব্রুহানি সুলতান গামা, শিক্ষক প্রতাপ প্রমুখ।
আঞ্চলিক সমন্বয়ক আছির উদ্দিনের সঞ্চালনায় নওগাঁ জেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব মান্দা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমুখ সহ সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ পিওর আর্থের সহায়তায় মহাদেবপুরে ৬জন পুরুষ এবং ২জন নারীকে ৪০দিন ব্যাপি চারকোল উৎপাদন ও বাজারজাতকরণ কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।
প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে যৌথভাবে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনার জন্য দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ উদ্যোক্তাদের সাথে কাজ করছে। এবং প্রশিক্ষিত ৮জন উদ্যোক্তাকে চারকোল কারখানা প্রতিষ্ঠা ও অংশীদারি ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে ৬ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন