আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে পুনর্ভবা নদীর দুয়াপাল এলাকা থেকে আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, বিজিবি কর্তৃপক্ষের কাছ থেকে সন্ধ্যার কিছু আগে খবর পাই। খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার শরীরে একটি সাদা রঙের শার্ট ছিল।
এ ব্যাপারে পোরশা থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি বুধবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন