তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় আড্রীয়াস মারান্ডী(৫০) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে লাশটি উদ্ধার করেন উপজেলার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশ থেকে।
জানাগেছে, পতœীতলা উপজেলার মাটিন্দর মাহিলীপাড়া গ্রামের মৃত হাবিল মারান্ডীর ছেলে আড্রীয়াস ভবানীপুর আদিবাসী পাড়ায় প্রায় চুয়ানী পান করতে আসতো। সে রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার স্ত্রী ভারতী মুর্মু সোমবার খোঁজাখুজির এক পর্যায়ে তাকে ঘটনা স্থলে পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তবে তার মৃতু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেটলে বলা যাবে বলে তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন