নওগাঁয় দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নওগাঁয় দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তাবিত ছয়টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মু: জাবেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল মালেক, জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সামছুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন প্রমুখ। 

প্রশিক্ষন কর্মশালায় জেলার ১১টি উপজেলা থেকে সফল উদ্যোক্তা ও সংগঠক, সফল আত্মকর্মী, প্রত্যেক ট্রেড হতে প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণরত প্রশিক্ষনার্থী এবং জেলা পর্যায়ের ১০জন কর্মকর্তাসহ ৫৫জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন বর্তমান সরকার তৃনমূল পর্যায়ের যুব সমাজের সদস্যদের নিজ নিজ এলাকার জন্য কি কি করা প্রয়োজন সেই বিষয়ে পরামর্শ গ্রহণের জন্যই দেশব্যাপী যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। পরবর্তিতে এই সব পরামর্শ পর্যালোচনা করে দেশের প্রতিটি জেলার জন্য আত্মকর্মসংস্থান সৃজনের লক্ষ্যে মেগা প্রকল্প হাতে নিবেন সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget