তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ মতবিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন