প্রতিনিধি, নওগাঁ : সারাদেশের ন্যায় আগামী নভেম্বরের ১১ তারিখের ইউপি নির্বাচনে নওগাঁ সদর উপজেলার অন্তরগত তিলকপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে কহিনুর আক্তার আবারও সর্বস্তরের জনগনের দোয়া এবং সমর্থন প্রার্থী। কহিনুর আক্তার এর পূর্বে গত ২০১১ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন । সততার বুলি মুখে না আওড়িয়ে তিনি তার কাজ দিয়েই জয় করেছেন মানুষের হৃদয়। তাই তিনি তার স্বামী বিয়োগের পর নির্বাচন না করতে চাইলেও সর্বস্তরের জনগনের চাওয়ায় তিনি আর নিজেকে নির্বাচন থেকে দুরে রাখতে পারেননি । তার ২০১১ সালের করা অসমাপ্ত কাজগুলো আর কেউ সমাপ্ত করেননি। তাই তিনি সর্বস্তরের জনগনের অনুরোধে আবারও নির্বাচনে অংসগ্রহণ করছেন ।
নওগাঁ সদর উপজেলার তিলকপুর
ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আশায় ইউনিয়নের প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়-ঝাপ। তিলকপুর ইউনিয়নের ৭,৮ এবং ৯ নং ওয়ার্ড ও এর ব্যতিক্রম নয়।
এই ইউনিয়নের প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে গত ২০১১ সালের নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কহিনুর
আক্তারকে নিয়ে, কারণ এলাকার উন্নয়নের জন্য তিনি তার কর্মীদের এবং গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলকসহ মানবিক
কাজ করেছেন যা এলাকায় প্রতিফলিত। সুতরাং তাকে ছাড়া এলাকাবাসী কাউকে বিকল্প প্রার্থী হিসেবে ভাবছেন না। তাছাড়াও নতুন প্রার্থীদের নিয়ে তিলকপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের বিভিন্ন বাজারে , গ্রামগন্জের মোড় চায়ের দোকানে সবখানেই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ যোগ্য নীতিবান আদর্শবান হয়। এদিক থেকে কহিনুর আক্তার অন্য সবার চেয়ে এগিয়ে, কেননা
তিনি সদস্য থাকা অবস্থায় তার নির্বাচনি এলাকার জনসাধারনদের নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন
উন্নয়নমুলক কাজ তিনি করেছেন তাছাড়াও তিনি সর্বদা বিভিন্ন উন্নয়ন এবং সমাজসেবা মুলক
কাজ এখনো করে চলেছেন। যা সচরাচর অন্য কোন প্রার্থীর মাঝে দেখা যায়না ।
আসন্ন ইউপি নির্বাচন হওয়ায় এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে তিলকপুর
ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী কহিনুর
আক্তাররে নাম রয়েছে আলোচনায়
সবার শীর্ষে। কহিনুর আক্তার ৯ নং ওয়ার্ডের ইকরতারা গ্রামের বাসিন্দা । তিনি একজন ,সমাজসেবিকা, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা। কহিনুর আক্তার বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা উপহার দেব ইনশাআল্লাহ এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে নতুনভাবে ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডকে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।
একটি মন্তব্য পোস্ট করুন