তৌফিক তাপস,নওগাঁ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে নওগাঁয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জিলা স্কুল হল রুমে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। সভায় জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আমিন উদ্দিন মাহমুদ, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আদম আলী ও প্রভাষক রেজওয়ান আহসান প্রমুখ। বক্তারা হয়রত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শনের উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন