নওগাঁর রাণীনগর থানার ওসি’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি

রাণীনগর থানার ওসি’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগর থানার ওসি’র অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে একটি চক্র। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘটছে। চক্রটিকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে থানা পুলিশ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিছু দুস্কৃতিকারী তার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে শনিবার সকাল থেকে বিভিন্ন প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে। এমন ঘটনা প্রার্থীরা থানায় এসে জানালে বিষয়টি তিনি জানতে পারেন। এ ব্যাপারে প্রার্থীদের সর্তক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সর্তক থাকতে Oc Raninagar ফেসবুক পেজ থেকে সতর্কতা মূলক একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনা জানার সাথে সাথে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। দ্রুত চক্রটিকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে চক্রটি থেকে সর্তক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget