তাড়াইল উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা

তাড়াইল উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা


আল-মামুন খান, কিশোরগঞ্জ : 'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও'  এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার বর্ধিত সভা। 

উপজেলা বিআরডিবি হলরুমে শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।  'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও' এই মূলমন্ত্রে সারা দেশে কৃষকসমাজকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি হলেও তা থেকে অনেক পিছিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি। 

তিনি আরো বলেন,  আওয়ামী লীগের সময়েই কৃষকরা সবচেয়ে বেশি সুবিধা ও সহায়তা পাচ্ছে। ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে কৃষির উন্নয়নে কিংবা কৃষকদের পাশে কতোটা দাঁড়াতে পেরেছে কৃষক লীগ? তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংগঠনের মধ্যেই। 

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কৃষকদের অধিকার আদায়ে কৃষক লীগ পিছিয়ে আছে এই কথার সঙ্গে আমি একমত নই। কৃষি ও কৃষকের সবধরনের সংকট বা দাবি আমরা সবসময়ই প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীকে জানিয়ে আসছি। তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কৃষক লীগ ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য ভবিষ্যতে এমন নেতৃত্ব আসতে হবে যারা কৃষকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবে। যাতে কৃষক লীগ সরকারের সহায়ক হিসেবে কাজ করতে পারে।  উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন সফি, সম্মানিত সদস্য এহসানুল হক ফারুক, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দীন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আজিম উদ্দীন ভুঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক বুলবুল আহমেদ ভুঁইয়া, মহিলা সাংগঠনিক সম্পাদক সুমি আকতার ও সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রাজু প্রমূখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget