ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ত্রান সামগ্রী ও ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র পরামর্শে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ভার্চুয়াল্লী অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য মো: সাইদুর রহমান সিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো: কামাল হেসেন, ঝালকাঠির সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি আইনজীবি সমিতির সভাপতি ও পিপি আঃ মান্নান রসুল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো: মাহবুব হোসেন প্রমুখ। এছাড়াও জেলা পরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন