রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সংগঠন “ঝালকাঠি সিটিজেন সোসাইটি” এর ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশীভোজ রেস্টুরেন্টের হলরুমে ডাঃ জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা পর্যালোচনা শেষে ডাঃ জহিরুল ইসলাম বাদলকে আহ্বায়ক, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চুকে যুগ্ম আহ্বায়ক, প্রভাষক অমরেশ রায় চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।এছাড়াও ঝালকাঠি উদ্বোধন স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) এ.কে.এম. মনজুরুল হক, সফল নারী উদ্যোক্তা পিনু আক্তার নদী, নারী নেত্রী নাজমা আক্তার ও ব্যবসায়ী ও সমাজসেবক গৌতম হাওলাদা কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় আগামী দেড় মাসের মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ১লা নভেম্বর থেকে আগ্রহী ব্যক্তিদের মধ্যে সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন