রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ জোহর আলী ৪ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সংগঠন সমূহ হলো ঝালকাঠি প্রেস ক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখা, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবির, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক মোঃ জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি মানিক রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।
সভায় সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে ঘন্টা ব্যাপি বিস্তারিত আলাপ আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সাংবাদিকদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তবে সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট সমাধানের জন্যে যথাযথ বা সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন