ঝালকাঠিতে উদযাপিত হয়েছে নিউজবাংলার বর্ষপূর্তি

ঝালকাঠিতে উদযাপিত হয়েছে  নিউজবাংলার বর্ষপূর্তি


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : দেশের সকল জেলার ন্যায় বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ঝালকাঠিতে। বর্ষপুর্তি উপলক্ষে শুক্রবার রাত আটটায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের অতিথি ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সুর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার।

কেক কেটে নিউজবাংলার বর্ষপুর্তি উদযাপনের পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ফানুস ওড়ানো হয়। এছাড়াও নিউজবাংলায় গত ১ বছরে ঝালকাঠির প্রকাশিত সংবাদ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদশনী এবং এবং স্থানীয় শিল্পীদের কন্ঠে গান পরিবেশন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নিউজবাংলা টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী তালুকদার বলেন, স্বাধীনতার স্বপক্ষের মিডিয়া নিউজবাংলা অল্পসময়ে গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতে নিউজবাংলা বিশ্ব মিডিয়ার কাছে প্রথম সারিতে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

বিশেষ অতিথি ইসরাত জাহান সোনালী বলেন, নিউজবাংলার ফটোগ্যালারীতে ঝালকাঠি যেসকল চিত্র স্থান পেয়েছে তা আগামীর জন্য মাইল ফলক হয়ে থাকবে। বিশেষ অতিথি হেমায়েত উদ্দিন হিমু বলেন, নিউজবাংলার প্রতিটি সংবাদে আস্থা রাখা যায়। আমি পাঠক হিসেবে আস্থার মিডিয়া নিউজ বাংলাকে এক বছর আগেই বেছে নিয়েছি।

বিশেষ অতিথি চিত্তরঞ্জন দত্ত বলেন, বর্তমান মিডিয়ার ভিড়ে বানান এবং শব্দগত দিকথেকে নিউজবাংলা সেরা। শুভেচ্ছা বক্তব্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার বলেন, মাত্র এক বছরে নিউজবাংলা দশ বছরের সমান এগিয়েছে। তারা সারাদেশে চৌকস প্রতিনিধি নিয়োগ দিয়েছে। একটা স্যাটেলা্ইট টেলিভিশন, পত্রিকা সব আছে এই পোর্টালে।  


লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget