রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি কোর্ট রোডস্থ জেলা জাপা’র কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান,
কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পৌর জাপার সভাপতি একেএম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ, যুবসংহতির জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হাওলাদার, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ। এছাড়াও পৌর জাপার বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বর্ণাঢ্য দীর্ঘ রাজনীতির ও আদর্শের কথা তুলে ধরেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.