ঝালকাঠিতে বৃদ্ধ জবেদা খাতুনের চিকিৎসায় এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থ প্রদান

ঝালকাঠিতে বৃদ্ধ জবেদা খাতুনের চিকিৎসায় এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থ প্রদান

ইমাম বিমান, ঝালকাঠি : ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন উদচড়া গ্রামের মৃত নেছার উদ্দিনের স্ত্রী জবেদা খাতুনের চিকিৎসা সাহায্যার্থে এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। ১৮ অক্টোবর সোমবার সকালে শহরের শহীদ স্মরণি সড়কে উন্নয়ন সংগঠন ঘাসফড়িং কার্যালয়ে এ বৃদ্ধ নারীর চিকিৎসার জন্য তার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময়  এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: তাজবিউল হাসান রিজভী ছাড়াও  ঘাসফড়িং এর সভাপতি পলাশ রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সাংবাদিক রতন আচার্য্য, ইমান হোসেন বিমান, মো: শামীম হোসেন এবং সাংস্কৃতিক সংগঠক সুভাষ বিশ্বাস উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য চলতি বছরের করোনা মহামারির সময় স্থানীয় সাংবাদিক ইমাম বিমানের সহযোগীতায় ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার নিজে বৃদ্ধার বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন একই সাথে জবেদা খাতুনের চোখে সমস্যা থাকার কারনে তার চোখের চিকিৎসা ও জরাজীর্ন ভাঙ্গা ঘরটিও পরিদর্শন পূর্বক সরকারি একটি ঘর দেয়ার আশ্বাষ দেন। ঝালকাঠির উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝালকাঠিতে অবস্থান কালীন সময় ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান  হাসপাতালে যোগাযোগ করে তাদেরকে জানিয়ে দিলে গত ৩ অক্টোবর স্থানীয় সাংবাদিক ইমাম বিমান জবেদা খাতুনকে নিয়ে সেখানে চিকিৎসা করান। চিকিৎসক ১৮ অক্টোবর জবেদা খাতুনের চোখে ছানি অপারেশন করতে হবে বললে বিষয়টি ঝালকাঠির এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কতৃপক্ষকে জানালে তারা বৃদ্ধাকে আর্থিক সহযোগীতা করার মাধ্যমে চিকিৎসা সাহায্যে এগিয়ে আসেন।  

এ বিষয় সাংবাদিক ইমাম বিমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, চলতি বছর করোনা মহামারির প্রথম দিকে উদচড়া গ্রামের এক ব্যক্তি জানান তাদের এলাকায় ভাঙ্গা জরাজীর্ন ঘরে এক বৃদ্ধা নারী বসবাস করেন।  তার যেন একটি ঘরের ব্যবস্থা হয় সে জন্য আমাকে বৃদ্ধার বাড়ীতে যেতে বললে ঐ ব্যক্তির দেয়া তথ্য যাচাই করতে গিয়ে সত্যতা জানতে পারি এবং বিষয়টি উপজেলা নির্বহী কর্মকর্তা ও এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কতৃপক্ষকে  জানালে তারা এগিয়ে আসেন। তাদের সহযোগীতা ও ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতালের ডাক্তার ও সেবক-সেবিকাদের সেবা ও আন্তরিকতায় আজ বৃদ্ধ জবেদা খাতুনের চোখে অপারেশন হবে। 

প্রসঙ্গত, ঝালকাঠি সদর উপজেলার উদচরা গ্রামের এ বৃদ্ধ নারী অভাব অনাটন আর বিনা চিকিৎসায় চোখে ছানি পড়া সহ নানা রোগে ভুগছিলেন। স্থানীয় সাংবাদিক ইমান বিমানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অসহায় এ বৃদ্ধ নারীর পাশে দাঁড়ায় ঝালকাঠি এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে এ সংগঠনটি।করবেন বলে জানায়

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget