ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে বিনাশ্রম কারাদণ্ড

ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে বিনাশ্রম কারাদণ্ড

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাধারণ মানুষের জন্য সরকারের বরাদ্দ টিসিবি’র নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির সিফাত এন্টারপ্রাইজের ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি আহমেদ হাসান। 

সোমবার ১৮ অক্টোবর সন্ধ্যা থেকে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এসময় ডিলার কবিরের চাঁদকাঠির বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 

এ সময় শহরের এক বিক্রেতার দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির বেশ কিছু মালামাল উদ্ধার করে ভ্রামমান আদালত। এ গুলো হচ্ছে ১ বস্তা চিনি, ৪ বস্তা ডাল ও ২০ লিটার তৈল। জানাগেছে অভিযানের খবর পেয়ে ডিলার কবির জেলা প্রসাশকের কার্যালয়ের কাছে এসে কিছু মালামাল এনে বিক্রি করতে ছিল। খবর পেয়ে সেখান থেকে তাকে  আটক করা হয় বলে জানাগেছে। রাত ৮টা ৩০ মিনিট সময়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget