যশোরের শার্শায় ট্রাক-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শায় ট্রাক-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২


মো. রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের শার্শায় ট্রাক ও মহেন্দ্র সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। 


মঙ্গলবার (অক্টোবর) দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ত মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, শার্শার বাগআচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্রচালক নুরু গাইন (৪৫) ও শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্রযাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, বাগআঁচড়া থেকে নাভারনমুখী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্র যাত্রী নুরু ও রাকিব গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget