মো. রাসেল ইসলাম: যশোরে গরীব ও অসহায় মানুষের জন্য এবং সামাজিক বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের একদল তরুন ও তরুনী। এই সংগঠনের সদস্যরা প্রায় প্রতিদিনই কার্যক্রম চালান। কোথাও অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যান। কার কী সমস্যা জেনে নিয়ে উপযুক্ত সহায়তার হাত বাড়িয়ে দেন।
তাদের প্রধান পৃষ্ঠ পোষক হাবিবুর রহমান টমাস এর পরশ ছোঁয়াই তারা মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন যশোর জেলা শাখায় কাজ করছেন বলে জানান কর্মীগন।
সংগঠন এর সভাপতি অভিক রাহাত বলেন সাধারণ মানুষের সাহায্যের পাশাপাশি সমাজ সেবায় অনন্য ভূমিকা রাখতে প্রতিটি জেলায় কাজ করতে চাই আমরা।
সাধারন সম্পাদক আইনুল হক রহিদ বলেন আমরা অসহায় মানুষের জন্য নীতিবাচক কাজ করে চলেছি এছাড়াও আমাদের সকল মেম্বাররা তাদের শ্রম ও মেধা দিয়ে কাজ করে চলেছে।
মোনালিসা, মাসুম বিল্লাহ, মিরাজ আহামেদ, দিপু, মামুন, ফারহান সহ টিমের সকল সদস্যই সামাজিক কাজে খুবই মনোযোগী, সাহসী এবং পরিশ্রমী।
ভবিষ্যতে সরকারি বেসরকারি বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে যদি সাহায্য সহযোগিতা কিংবা অনুপ্রেরণা পাই তাহলে সংগঠনটি আরো একধাপ এগিয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন