অনলাইন ডেস্ক : ‘দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ’ করার অভিযোগে জাতিসংঘের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কার করছে ইথিওপিয়া।
বৃহস্পতিবার ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে সাত কর্মকর্তার বিরুদ্ধে ওই অভিযোগ করে বলেছে, তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
ইথিওপিয়ার যুদ্ধ-বিধ্বস্ত তিগ্রেই অঞ্চলে সরকার ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করার কারণে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়ছে বলে জাতিসংঘ প্রধান সতর্ক করার কয়েকদিনের মাথায় এই জাতিসংঘ কমকর্তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এদের মধ্যে আছেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যালয় (ইউএনওসিএইচএ), তিগ্রেইয়ের মানবিক সঙ্কট নিয়ে কাজ করা এবং ত্রাণ সমন্বয়কারী সংগঠনের কর্মকর্তারা।
প্রায় একবছর ধরে ইথিওপিয়া সরকারের সঙ্গে লড়ে আসছে তিগ্রেইয়ের বিদ্রোহীরা। এই সংঘাতের মধ্যেই জাতিসংঘ কর্মকর্তাদের দেশ ছাড়তে বলল ইথিওপিয়া সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন