সাম্প্রদায়িক উস্কানি বরদাস্ত করা হবে না - হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন

সাম্প্রদায়িক উস্কানি বরদাস্ত করা হবে না - হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন

মিলাদ মোদাচ্ছির, সন্দ্বীপ চট্রগ্রাম : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, সন্দীপের সাবেক সাংসদ, দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানকালে বলছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং এই দেশের ৯০ ভাগ মুসলিম হলেও সকল সংবিধান সকল ধর্মের স্বাধীনতা ও নিরাপত্তার ব্যাপারে সমান অধিকার দিয়েছে।

সাম্প্রতিককালে সংবিধানে রাষ্ট্রধর্ম নিয়ে যে বিতর্ক এবং সমালোচনা চলছে, সে বিষয়ে ইঙ্গিত করে হুইপ বলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের  হুইপ হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তনের কোন পরিকল্পনা নেই সরকার ও আওয়ামী লীগের। তবে সংবিধানে উল্লেখিত সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা ব্যাপারে কঠোর অবস্থানে সরকার, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র কারীদের খুজে বের কঠোর শাস্তির মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার প্রতিজ্ঞাবন্ধ। এ ব্যাপারে কোন ছাড় নাই।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি । আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget