প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে দেয়ালিকার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। পরে প্রধান অতিথি কলেজের শিক্ষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, শাফাত হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, কলেজের সকল শিক্ষক, কর্মচারী প্রমুখ। আর আগে সাংসদ রাণীনগর রেলওয়ে স্টেশন জামে মসজিদের ৩তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন