রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকে গোসল করতে গিয়ে রাগীব আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । নিহত রাগীব মিরপুর কাজিপাড়াস্থ প্রবাসীর ফরহাদ আহমদের ছেলে।
জানাগেছে,বৃস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর সদর ঘাট থেকে ১০ জন বন্ধু সহ একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরে ভ্রমন শেষে নিলাদ্রি লেকে সবাই গোসল করতে নামেন।গোলস শেষে সাথের বন্ধুগন কিনারায় উঠলেও রাগীব কিনারায় উঠেনি।এক পর্যায়ে সবাই তাকে খোঁজাখোজি করলেও কোন সন্ধান মিলেনি রাগীবের।স্থানীয়দের জানালে তাদের সহযোগিতায় কোনা জালের মাধ্যমে প্রায় ৩০ মিনিট পর তার সন্ধান মিলে।’
উদ্ধারের পর তাৎক্ষনিক মুহুর্তে তাকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকগন থাকে মৃত ঘোষনা করেন।’
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,টেকেরঘাট নিলাদ্রি লেকে রাগীব নামে এক যুবকের অপ মৃত্যু ঘটেছে।নিহতের লাশ তাহিরপুর সদর হাসপাতালেই রাখা হয়েছে।তার সাথের বাকি বন্ধগন সেখানে রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন