বাগমারায় যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন কে ঘিরে সাজ সাজ রব

বাগমারায় যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন কে ঘিরে সাজ সাজ রব


মোঃ সাইফুল ইসলাম,বাগমারা(রাজশাহী) : রাজশাহীর বাগমারায় আগামী ২৫ সেপেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব দেখা দিয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জে।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাগমারাতেই অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন স্থল ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তন সহ এর আশপাশ সেজেছে ভিন্নরুপে।

সম্মেলন উপলক্ষে রাস্তায় নির্মাণ করা হয়েছে তোরণ। সেই সাথে ব্যানার আর ফেস্টুনে যোগ হয়েছে ভিন্নমাত্রা। ডিজিটাল ব্যানারে শোভা পাচ্ছে সম্মেলনের বার্তা।

জানাগেছে, ২০১২ সালের অক্টোবর মাসে রাজশাহী জেলা যুবলীগের এক অনুষ্ঠানে বাগমারা উপজেলা শাখা যুব মহিলা লীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ৯ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি সভাও করেছে উপজেলা যুব মহিলা লীগের বেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে আরো চমকপ্রদ হবে উপজেলা যুব মহিলা লীগের এবারের ত্রি-বার্ষিক সম্মেলন।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

সম্মাানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাস সারওয়ার আবুল।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, পরিচালনা করবেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget