বিশেষ প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। ঘটনার পর স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয়।
নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবা জুয়েলকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত পিতাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা খুনী পিয়াসকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন