নরসিংদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগ প্রার্থী

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগ প্রার্থী আফতাব

অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া। সোমবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া আর কোনো মনোনয়নপত্র জমা না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে আফতাব উদ্দিন ভূঁইয়া।

আফতাব উদ্দিন ভূঁইয়া নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আফতাব উদ্দিন ভূঁইয়া নামে আওয়ামী লীগ দলীয় একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে। এছাড়া অন্য কোনো দলের বা স্বতন্ত্র হিসেবে কেউ মনোনয়ন জমা দেননি। আগামী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ও ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় ভোট গ্রহণ হবে না। যাচাই বাছাইয়ে প্রার্থীতা বৈধ ঘোষণা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন আফতাব উদ্দিন ভূঁইয়া। 

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সফর আলী ভূঁইয়া। গত ১৫ মার্চ চেয়ারম্যান মো. সফর আলী ভুঁইয়া (৭৮) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। সফর আলী ভুঁইয়ার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূঁইয়া বাচ্চু।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget