তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মোজাম্মেল শেখ মোজা (৫৫) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোববার (৬ সেপ্টেম্বর) বিকালে ওই এলাকার এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে মোজাম্মেলকে আদালতের মাধ্যমে কারাগারে পায় বলে পুলিশ জানায়।
মেয়েটির পরিবারের বরাতে ওসি বলেন, সোমবার বিকালে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। তার মা এ সময় বাড়ির ভেতরে কাজ করছিলেন।
“এ সময় প্রতিবেশী মোজাম্মেল মেয়েটিকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে মোজাম্মেল তাকে ছেড়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।”
অভিযোগ পাওয়ার পর সোমবার গভীর রাতে মোজাম্মেলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন