নওগাঁয় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ


নওগাঁয় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ


তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন।রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটে ঘটনা ঘটে। এরই মধ্যে নিখোঁজ স্বামী-স্ত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)

নওগাঁয় আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই দম্পতি রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার বেলা একটার দিকে আত্রাই নদে গোসল করতে নেমে তাঁরা নিখোঁজ হন। স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

স্বজনদের বরাত দিয়ে ওসি আজম উদ্দিন বলেন, নিখোঁজ দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর পারভেজ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে খালার বাড়িতে বেড়াতে আসেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget