তৌফিক তাপস,নওগাঁ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কৃষকের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদ চত্বরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এসব চারা বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বিতরন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মোঃ আনোয়ারুল ইসলাম।
এর আগে কৃষকদের বৃক্ষ রোপনের তাৎপর্য, মাটির স্বাস্থ্য, সুষম ও জৈব সারের ব্যবহার সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন ও বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জোহা বক্তব্য রাখেন।
পরে ১০০ জন নারী ও পুরুষ কৃষকদের মধ্যে প্রত্যেকে একটি করে পেয়ারা, মেহগনী ও লটকন গাছের চারা এবং ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকার বই বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন