আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ ও ভোটাধিকার গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ লর্ড লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি নওগাঁর সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বক্তাবৃন্দরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি নওগাঁর সহ-সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর কমিটি নওগাঁর আলিমুর রেজা রানা প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঘুষ দুর্নীতি লুটপাট প্রতিরোধ করি, জীবন জীবিকা গড়ে তুলি ও বাক ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লড়াই চালিয়ে যেতে দেশবাসীকে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শনের আহবান জানিয়ে, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন